Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাতারের কাছে ২৪টি এপাচি কপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

কাতারের কাছে ২৪টি এপাচি হেলিকপ্টার বিক্রি করতে চলেছে যুক্তরাষ্ট্র। এর বর্তমান বাজারদর প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা (ডিএসসিএ) এ খবর নিশ্চিত করেছে। এই চুক্তি কার্যকর হলে কাতারের কাছে থাকা এএইচ-৬৪ই মডেলের এপাচি হেলিকপ্টারের সংখ্যা দুইগুন হবে। এছারা হেলিকপ্টারের ইঞ্জিন, নাইট ভিশন, মিসাইল ও অস্ত্র নিয়েও উভয় দেশের মধ্যে চুক্তি হয়েছে। বৃহ¯পতিবার ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই হেলিকপ্টারগুলো যুদ্ধের সময় স্বল্প পাল্লার দুরত্বে ব্যবহার করা হবে। একইসঙ্গে ট্যাংক ধ্বংসে ব্যাপক কার্যকরি ভূমিকা পালন করবে। কাতার উপদ্বীপের হয়ে দীর্ঘ সময় আক্রমণ ও প্রতিরক্ষায় সাহায্য করবে এই হেলিকপ্টারগুলো। সংস্থাটি আরও জানায়, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার একটি মিত্র রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করছে। তবে এখনো মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে এ চুক্তি পাকা করে নিতে। এর আগে গত মার্চ মাসে কাতার প্রথম দফায় কয়েকটি এপাচি হেলিকপ্টার হাতে পায়। সউদী আরবের সঙ্গে চলমান বিরোধকে সামনে রেখে দেশটি সা¤প্রতিক সময়ে যুদ্ধযান ক্রয়ের মাত্রা ব্যাপক বাড়িয়ে দিয়েছে। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ