Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি

উয়েফা ইউরোপা লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ৪:১০ এএম | আপডেট : ৪:১৫ এএম, ১০ মে, ২০১৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মত ইউরোপের দ্বিতীয় সেরা ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগেও ফাইনালে উঠেছে ইংল্যান্ডের দুই ক্লাব। পিয়েরে এমরিক আবেমেয়াংয়ের হ্যাটট্রিকে স্প্যানিশ দল ভ্যালেন্সিয়াকে হারিয়ে আর্সেনাল এবং জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে চেলসি প্রতিযোগিতার শেষ পর্বে নাম লিখিয়েছে।

বৃহস্পতিবার সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যালেন্সিয়ার স্তাদিও দি মাস্তালায় স্বাগতিকদের ৪-২ গোলে হারায় আর্সেনাল। দুই লেগ মিলে ৭-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে নাম লেখায় ‘গানার্স’ খ্যাত দলটি। গত বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে সফরকারীদের ৩-১ গোলে হারিয়েছিল উনাই এমিরির শিষ্যরা।

একই সময়ে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত আরেক সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচটি ১-১ ড্র হয়। ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচও ১-১ ড্র হয়েছিল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচ অমিমাংসিত থাকায় পেনাল্টি ভাগ্যে বিজয়ী দল নির্বাচন করা হয়। সেখানে সফরকারী ফ্রাঙ্কফুর্টকে ৪-৩ গোলে হারায় চেলসি।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে লিভারপুল এবং আয়াক্সকে হারিয়ে টটেনহাম হটস্পার ফাইনালে ওঠে। ১৯৭২ সালের পর এই প্রথম ইউরোপিয়ান শীর্ষ দুই প্রতিযোগিতার ফাইনালই হতে যাচ্ছে অল-ইংলিশ ক্লাবের মধ্যে।

ঘরের মাঠে রুবেন লফতার চিকের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় চেলসি। বিরতির পর চতুর্থ মিনিটে মহামূল্যবার অ্যাওয়ে গোলের দেখা পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। গোলটি করেন লুকা জভিচ। আসরে এটি তার নবম গোল। ১০ গোল নিয়ে শীর্ষে চেলসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।

প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে চেলসি। ইউরোপা লিগের শিরোপা জিতে একই আসরে নাম লেখানোর সুযোগ আর্সেনালের সামনে।

ফাইনাল অনষ্ঠিত হবে আগামী ২৯ মে আজারবাইজানের বাকুতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ