রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সামাজিক অবক্ষয়বন্ধ না হলে শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ভোলার লালমোহনে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি আরো বলেন, মাদকের সাথে কোন আপোষ নয়। মাদকাসক্ত যে হোক সে আমার আত্মীয় বা দলের হলেও তাদের ছাড় দেয়া হবে না। লালমোহন তজুমুদ্দিনকে শতভাগ মাদকমুক্ত করার ঘোষণা দেন এমপি শাওন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিকুল হাসান রুমির সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম (সেবা), লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপস্থিত ছিলেন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, আ.লীগ নেতা ফরহাদ হোসেন মুরাদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। সভা শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসিন রুমির উদ্যোগে লালমোহন উপজেলাকে ‘ক্লীন লালমোহন গ্রীন লালমোহন’ কর্মস‚চীর শুভ উদ্বোধন করেন, এমপি আলহাজ নুরুন্নবী শাওনসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ (সিপিপি) লালমোহন। একই সাথে লালমোহন সদর ইউনিয়নের ৪৮ জন ভিক্ষুককে সহায়তা প্রদানোর মাধ্যমে উক্ত ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।