Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কবি মামুনুর রশীদের ইন্তেকাল

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধা, কবি মোহাম্মদ মামুনুর রশীদ গত ২৩ (সোমবার) কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৫০ সালের ৭ মার্চ দিনাজপুরে নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ করার পর সাংবাদিকতায় যোগ দিয়েছিলেন। একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। জীবনের এক পর্যায়ে এক আধ্যাত্মিক সাধক পুরুষের সান্নিধ্যে এসে তার জীবনধারা পাল্টে যায়। দেশ-বিদেশে ইসলাম এবং আধ্যাত্ম্যবাদের প্রচারে আত্মনিয়োগ করেন। গত এক দশকের বেশি কাল ধরে তিনি কম্বোডিয়ায় খানকাহ প্রতিষ্ঠা করে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন। দেশেও তার হাজারো ভক্ত-অনুরক্ত ইসলামের মহান শিক্ষা ও আত্ম উন্নয়নে তাঁর নিবিড় সান্নিধ্য লাভ করেছিল। মামুনুর রশীদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ভুঁইগড়ের হাকিমাবাদ মাদরাসায় তার জানাজা শেষে দিনাজপুরে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি মামুনুর রশীদের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ