Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপা যুগ্ম দফতর সম্পাদক লিটন আর নেই

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এবং জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ফখরুল ইসলাম লিটন (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দলের বনানী কার্যালয়ে হৃদরোগে আক্রান্ত হলে সিকদার মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান। সে সময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিটন তৎকালীন চারদলীয় সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সর্বদলীয় ছাত্রঐক্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। লিটন স্ত্রী, পাঁচ মাস বয়সী এক মেয়ে এবং ৬ বছরের এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় মেরুল বাড্ডা জামে মসজিদে প্রথম জানাজা শেষ করে মরহুমের লাশ জাপার কাকরাইল কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে আবার জানাজা শেষে লাশ মেরুল বাড্ডার বাসভবনে নিয়ে যাওয়া হয়। রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফখরুল ইসলাম লিটনের অকাল মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শোক বাণীতে এরশাদ বলেন, লিটনের এই অকাল মৃত্যুতে আমিসহ পুরো জাতীয় পার্টি আজ শোকাহত। আমরা একজন সৎ এবং একনিষ্ঠ কর্মীকে হারালাম। লিটনের অভাব জাতীয় পার্টিতে আর পূরণ হবার নয়। দলের প্রতি তার অবদান ও শ্রম আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। এরশাদ লিটনের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা যুগ্ম দফতর সম্পাদক লিটন আর নেই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ