Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচটি ড্র হলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এর আগে ফতুল্লায় প্রথম তিন দিনের ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
গতকাল তৃতীয় দিনের তৃতীয় সেশনে ২৫৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে সফরকারীরা। তবে দিনের বাকিটা সময়ে তারা ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করার পর ড্র মেনে নেন উভয় দলের অধিনায়ক। এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে ২৫৬ রানের লক্ষ্য পায় সফরকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ