মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৩ মে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনের আগে ব্রেক্সিট চুক্তি অনুমোদন নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী ডেভিড লিডিংটন। অবশ্য প্রধানমন্ত্রী টেরিজা মে বলে আসছেন, ইইউ নির্বাচনের আগে আইন প্রণেতারা ব্রেক্সিট চুক্তিতে সম্মত হতে পারলে যুক্তরাজ্যকে নির্বাচনে অংশ নিতে হবে না। তবে এখন লিডিংটন বলেছেন, দুর্ভাগ্যক্রমে নির্দিষ্ট তারিখের আগে ব্রেক্সিট প্রক্রিয়া চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। ফলে যুক্তরাজ্যকে আইনগত কারণে নির্বাচনে অংশ নিতে হবে। ২০১৬ সালের এক গণভোটের রায় অনুযায়ী এ বছরের ২৯ মার্চ যুক্তরাজ্যের ইইউ থেকে বের হয়ে যাওয়ার কথা। তবে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-এর সাথে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে তা নিয়ে একমত হতে কয়েক দফায় ব্যর্থ হন ব্রিটিশ আইন প্রণেতারা। পরে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়ে আনতে সক্ষম হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।