Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আরো জঙ্গিবিমান আসছে ইরাকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

দক্ষিণ কোরিয়ায় নির্মিত কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক জঙ্গিবিমানের আরো একটি চালান পেতে যাচ্ছে ইরাক। ইরাকের বিমান বাহিনী মঙ্গলবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে। ইরাকি বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে চারটি কেএআই বিমানের চালান পাঠানো হয়েছে এবং চলতি মাসের শেষ দিকে তা বাগদাদে এসে পৌঁছাবে। এর আগে, গত ডিসেম্বর মাসে ছয়টি কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক জঙ্গিবিমানের চালান আসে ইরাকে। গত অক্টোবর মাসে তৃতীয় চালানে ছয়টি টি-৫০ প্রশিক্ষণ বিমান পৌঁছায় ইরাকে। তার আগে গত মে মাসে এ বিমানের দ্বিতীয় চালান পৌঁছেছিল বাগদাদে। হাল্কা ধরনের এ বিমান প্রশিক্ষণ ও যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ