Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ৬:৪৮ পিএম

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মুক্তিযুদ্ধের সময় এ সংস্থার অবদান তুলে ধরে সিটি মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি তখনও সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিল। অদ্যাবধি সংস্থাটি আমাদেরকে নানাভাবে সহযোগিতা প্রদান করছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসার জন্য সিটি মেয়র যুব সমাজের প্রতি আহবান জানান। 

সিটি মেয়র বুধবার নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট এ আলোচনা সভার আয়োজন করে। সিটি মেয়র জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সহ-সভাপতি হালিমা ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় ইউনিটের সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, নির্বাহী সদস্য জোবায়ের আহমেদ খান জবা, নির্বাহী সদস্য শফিকুর রহমান পলাশ, যুব প্রধান মো: হারুনার রশীদ তপু, সাবেক যুব প্রধান মো: মেজবাহুল আলম তমাল, রুনা আকতার প্রমুখ বক্তৃতা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেড ক্রিসেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ