পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাব ৩ বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (প্রেসিডেন্টের ১৯৭৩ সনের ২ নং আদেশ-এর ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে তাকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগ দেন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল সোসাইটির তৎকালীন চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালের প্রেসিডেন্টের আদেশ নং-২৬-এর ৯ (সি) (১) এর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান ম্যানেজিং বোর্ড ভেঙ্গে ৩ মাসের জন্য ভাইস চেয়ারম্যান, ট্রেজারার ও ১২ জন সদস্যসহ মোট ১৪ সদস্য বিশিষ্ট এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান, ট্রেজারার এম এ ছালাম, সদস্য সালাহ্ উদ্দিন আহমদ বেগম আরমা দত্ত, প্রফেসর খান মো. আবুল কালাম আজাদ, ডা. রোকেয়া সুলতানা, মফিজুর রহমান বাবুল, মনজুরুল ইসলাম, রাজিয়া সুলতানা লুনা, ডা. মো. মোশারফ হোসেন, চৌধুরী সরোয়ার জাহান, মো. সেকান্দার আলী, প্রফেসার ডা. কনক কান্তি বড়ুয়া ও মো. আব্দুল জলিল।
এ টি এম আবদুল ওয়াহ্হাব ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, খ্যাতনামা লেখক। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এ টি এম আবদুল ওয়াহ্হাব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি ২০১৫ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।