Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে কক্সবাজারের মসজিদ গুলোতে বেড়েছে মুসল্লিদের স্রোত

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ৪:৫২ পিএম

মাহে রমজান পর্যটন শহর কক্সবাজারের মসজিদে মসজিদে দেখাগেছে অন্যরকম এক দৃশ্য। প্রচণ্ড গরম উপেক্ষা করে শহরের মসজিদগুলোতে

পাঁচ ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজে বেড়েছে মুসল্লিদের বিপুল সমাগম।
বিশেষ করে তারাবির নামাজে মসজিদ গুলোতে দেখাগেছে মুসল্লিদের ঢল। বড় বড় মসজিদ গুলো উপচিয়ে মসজিদের আঙ্গিনা এবং পার্শ্ববর্তী রাস্তায় ও দেখা গেছে মুসল্লিদের স্রোত।
শহরের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, বড় বাজার জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ ও লালদিঘীর বায়তুর রহমান জামে মসজিদে দেখাগেছে এই দৃশ্য। মুসল্লিদের মাঝে দেখাগেছে যুবকও তরুণদের সংখ্যাই বেশী।

গেল সপ্তাহে ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কার দেখা দেয়ার পর থেকে গোটা কক্সবাজারের আকাশ এখনো বৃষ্টি শূন্য। গত এক মাস ধরে প্রচন্ড দাবদাহ অব্যাহত রয়েছে। মাঝখানে হাললকা পাতলা বৃষ্টি হলেও তাপমাত্রায় কোন পরিবর্তন হয়নি। এর মাঝেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।
ঘূর্ণিঝড় ফণী থেকে রক্ষাপেতে মানুষ মসজিদে মসজিদে দোয়া করেছিল।
ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কা কেটে যাওয়ার পর এখন শুরু হয়েছে রমজান। প্রচন্ড গরমে রোজা রেখে মসজিদে মুসল্লি বৃদ্ধির বিষয়টি ভাল লক্ষণ বলেই মনে করছেন কক্সবাজারের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ