Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাথায় ডিম নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় এরই মধ্যে নিজ নিজ দলের প্রচারণায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সরকার ও বিরোধী জোটের সদস্যরা। এবার সেই নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের দিকে ডিম ছুড়ে মেরেছেন একজন প্রতিবাদকারী।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-প‚র্বাঞ্চলে অবস্থিত অ্যালবারি শহরে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী স্কট। এ সময় তিনি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতে গেলে এক প্রতিবাদকারী এসে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একটি ডিম ছুঁড়ে মারেন। যা সরাসরি ধারণ করা হয় সাংবাদিকদের ক্যামেরায়।
তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, অজ্ঞাত সেই প্রতিবাদকারীর ছোঁড়া ডিমটি প্রধানমন্ত্রী মরিসনের মাথায় লাগলেও তা সেখানে ভাঙেনি।
এদিকে স্কাই নিউজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, এ ঘটনায় একজন নারীকে এই ডিম হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে জোর প‚র্বক অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। তবে সেই প্রতিবাদকারী ঠিক কি কারণে এ ঘটনা ঘটিয়েছেন তার প্রকৃত কারণ এখন পর্যন্ত সম্ভব হয়নি।
পরবর্তীতে প্রধানমন্ত্রী স্কট মরিসন তার মাথায় এই ডিম ছুঁড়ে মারার ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত’ বিষয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিরোধীদের চালানো এই হামলা হচ্ছে অতি কাপুরুষোচিত একটি বিষয়। এটা কোনো ভালো এবং ভদ্র লোকের কাজ নয়। যার জন্য আমি তীব্র নিন্দাও জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য আমি আমার নিরাপত্তা কর্মীদের প্রশংসা করছি।’
কিছুদিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার জেরে দেশটির এক সিনেটর বর্ণবাদী মন্তব্য করেছিলেন। আর সে সময় সিনেটরের এই মন্তব্যের প্রতিবাদে তার মাথায় ডিম ভেঙে রাতারাতি বিখ্যাত বনে যান দেশটির ১৭ বছর বয়সী এক কিশোর। পরবর্তীতে তাকে এগ বয় বা ডিম বালক নামে বিশ্বব্যাপী পরিচিতি দেওয়া হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ