Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ বছর পর আর্টসেল-এর তৃতীয় অ্যালবাম আসছে জিপি মিউজিক-এ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল তাদের তৃতীয় অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। ১০ বছর পর তাদের নতুন অ্যালবাম মুক্তি দিচ্ছে। ঈদুল ফিতর সামনে রেখে জি সিরিজের সহযোগিতায় শুধুমাত্র জিপি মিউজিকে মুক্তি পেতে যাচ্ছে তাদের অ্যালবামটি। তবে অ্যালবামের নাম দলটি এখনই প্রকাশ করতে চাচ্ছে না। অবশ্য শ্রোতাদের জন্য দলটি নতুন অ্যালবামের ‘অবিমিশ্রতা’ শিরোনামের একটি গান মিউজিক ভিডিও আকারে রিলিজ করেছে। ইতিমধ্যে ইউটিউব এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মিউজিক ভিডিওর টিজার ব্যাপক আলোড়ন তুলেছে। এ ছাড়া জিপি মিউজিক শ্রোতাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে পাঁচজন ভাগ্যবান শ্রোতা সুযোগ পেয়েছেন অ্যালবাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার। অ্যালবাম প্রসঙ্গে আর্টসেলের ভোকালিস্ট এবং গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি কস্টা বলেন, আমাদের ব্যান্ডের চারজন সদস্যের জন্য এই অ্যালবামের গুরুত্ব অনেক। অ্যালবামের গানগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি এবং গানগুলোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। আমরা খুবই আশাবাদী যে শ্রোতারা অবিমিশ্রতা এবং পুরো অ্যালবামটিকে উপভোগ করবেন। নতুন অ্যালবাম ঘোষণার পাশাপাশি, আর্টসেল তাদের সকল শ্রোতা, আর্টসেল আর্মিকে একত্র হওয়ার আহŸান জানিয়ে তাদের দর্শন আর্টসেলিজম ছড়িয়ে দেয়ার জন্য বলেছে। ব্যান্ড দলটি িি.িধৎঃপবষষরংস.পড়স নামে তাদের একটি ওয়েবসাইট উন্মোচন করেছে, যেখানে তাদের নতুন অ্যালবামের সব খবর পাওয়া যাবে। গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসীর হোসেন বলেন, জনপ্রিয় ব্যান্ড আর্টসেলকে দশ বছর পর অ্যালবাম বের করতে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। অ্যালবামের কিছু গানের অংশবিশেষ আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস এটি দর্শকদের মাঝে আলোড়ন তুলবে। অবিমিশ্রতার মিউজিক ভিডিও জিপি মিউজিকের অফিসিয়াল ফেসবুক পেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/এচগঁংরপঘড়ি পাওয়া যাবে। অডিও ট্র্যাকটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে জিপি মিউজিকে। সব অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা যথাক্রমে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে জিপি মিউজিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ বছর পর আর্টসেল-এর তৃতীয় অ্যালবাম আসছে জিপি মিউজিক-এ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ