Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাইজারে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ নিহত ৫৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরের কাছে একটি জ্বালানীবোঝাই ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘয়েছে। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যায়। পরে সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়। এ সময় কোন কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। এদিকে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রবিবার মধ্যরাতের একটু আগে রেল লাইনের উপর ট্রাকটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়। এ সময় কারও হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ