প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন। তার করা বিজ্ঞাপনগুলো দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়। এই ধারাবাহিকতায় আবারো গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। গত সপ্তাহে বান্দরবানে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। এর আগেও মিম এই নির্মাতার নির্দেশনায় গ্রামীণফোনের মডেল হয়েছিলেন। মিম বলেন, ‘এর আগে গ্রামীণফোনের দুটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। দুটো বিজ্ঞাপনে আমাকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। অসাধারণ রেসপন্স পেয়েছিলাম। আশা করছি, নতুন বিজ্ঞাপনটিও আগেরগুলোর মতো দর্শক গ্রহণযোগ্যতা পাবে।’ এদিকে এই বিজ্ঞাপনে মিমের সহমডেল হিসেবে আছেন সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান। তাকে একজন রকস্টারের চরিত্রে দেখা যাবে। মিমকে দেখা যাবে একজন ফটোগ্রাফারের চরিত্রে। উল্লেখ্য, তাহসানের সঙ্গে মিম দুই বছর আগে ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ওল্ড ইজ গোল্ড’ এবং মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘উদ্দেশ’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর বিজ্ঞাপনেও মডেল হয়েছেন দুজন একসঙ্গে। মিম বলেন, ‘তাহসান ভাই সবসময়ই খুব সহযোগিতা করেন। ফলে তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়।’ এদিকে মিম শেষ করেছেন তারেক শিকদারের নির্দেশনায় ‘দাগ’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন বাপ্পী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।