Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিটির ত্রাতা ভিনসেন্ট কোম্পানি

প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ৩:২৬ এএম | আপডেট : ৩:৩৬ পিএম, ৭ মে, ২০১৯

শ্বাসরুদ্ধকর জয়ে প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। উদ্বেগ আর শঙ্কায় মোড়ানো ম্যাচে ব্যবধান গড়ে দেন ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। দলনায়কের একমাত্র গোলে লেস্টার সিটিকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। শেষ রাউন্ডের ম্যাচে নির্ধারিত হবে শিরোপাভাগ্য।

সোমবার রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে সফরকারী লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় সিটিজেনরা। মাচের ৭০তম মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া শটে স্বাগতিকদের বিশেষ মুহূর্তটি উপহার দেন দলীয় অধিনায়ক। মৌসুমে কোম্পানির এটি প্রথম ও ইতিহাদে সিটির ১০০তম গোল। এই গোলই লিভারপুলকে টপকে এক পয়েন্টের ব্যবধানে সিটিজেনদের তুলে দিয়েছে তালিকার শীর্ষে। চলতি মৌসুমে এ নিয়ে ৩২বার পয়েন্ট তালিকার শীর্ষস্থান রদবদল হলো।

প্রথমার্ধ কাটে গোলশূন্য ড্রয়ের উদ্বেগ নিয়ে। এসময় দুইবার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক।

মৌসুমের শেষ ম্যাচে রোববার পয়েন্ট তালিকার ১৭ নম্বর দল ব্রাইটনকে হারাতে পারলে সিটির পয়েন্ট দাঁড়াবে ৯৮। সেক্ষেত্রে একই সময়ে অনুষ্ঠিতব্য ম্যাচে উলভসের বিপক্ষে জিতলেও কোন লাভ হবে না লিভারপুলের। ২০০৭-০৮ ও ২০০৮-০৯ পর প্রথম দল হিসেবে টানা ইংলিশ লিগ শিরোপা উঠবে ম্যান সিটির হাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ