নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ ম্যাচে চট্টগ্রাম মোহামেডান ছয় উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ দলটি আগামী মৌসুমে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবে। সুপার ফোরের শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে মোহামেডানের তৌহিদুল (৩/১১), তাকিউদ্দিন (৩/১৫) ও হাফিজুরের (৩/১৫) বোলিংয়ের সামনে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৪১.৩ ওভার খেলে মাত্র ৯২ রানে সবাই আউট হয়ে যায়। সিরাজের ব্যাট থেকে আসে অপরাজিত ২৬ রান। জবাবে মোহামেডান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লেও উদ্বোধনী ব্যাটসম্যান ফারহান একপ্রান্ত আগলে অপরাজিত ৬২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। মোহামেডান করে চার উইকেটে ৯৩ রান। খেলা শেষে সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।