Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইলফলক থেকে তিন উইকেট দূরে সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

 ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুদিন ধরেই দূরে সাকিব আল হাসান। অবশেষে জাতীয় দলের সার্জিতে ফিরছেন দেশসেরা এই অলরাউন্ডার। আর ফিরেই পাচ্ছের অনন্য এক কীর্তি গড়ার সুযোগ।

গতপরশু থেকে আয়ারল্যান্ডে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ দল আয়ারল্যান্ডে অবস্থান করছে। প্রথম দিন বাংলাদেশের খেলা না থাকলেও ছিলো একটি প্র্যাকটিস ম্যাচ। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বড় ব্যবধানেই হারতে হয় বাংলাদেশকে। তবে দলের হয়ে ব্যাটে-বলে তিনিই ছিলেন কেবল স্বচ্ছন্দ। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মাশরাফির দল। এই সিরিজেই সাকিবের কাছে সুযোগ থাকবে ওয়ানডে ক্রিকেটে একটি সম্মানজনক ক্লাবে প্রবেশের, শুধু তাই নয় দ্রæততম সময়ে এই ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে বাংরাদেশের সহ-অধিনায়ক।

ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান ও ২৫০ উইকেট রয়েছে মাত্র ৪ জন খেলোয়াড়ের। তারা হচ্ছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া। আর মাত্র ৩টি উইকেট পেলে ৫ম সদস্য হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করবেন সাকিব। আগেই ৫০০০ রান পূর্ণ করা বিশ্বসেরা এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২৪৭টি।

এই তালিকায় সবচেয়ে কম ম্যাচে প্রবেশ করেছেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক প্রবেশ করেছেন ২৫৮ ম্যাচে। আফ্রিদি ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়সুরিয়া প্রবেশ করেছেন ৩০৪ ম্যাচে। সাকিব এখন পর্যন্ত খেলেছেন ১৯৫টি ওয়ানডে। নিশ্চিতভাবেই বলা যায় ফর্ম ধরে রাখলে এই ত্রিদেশীয় সিরিজেই এই তালিকায় বিশাল ব্যবধানে সবার আগে নিজের নামটি তুলতে যাচ্ছেন সাকিব।

গত ক’দিন থেকেই ডাবলিনের আকাশে ঘুরাঘুরি করেছে একরাশ মেঘ। আজ শহরটির আবহাওয়ার পূর্বাভাস বলছে এই ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ