Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করবেন ইমরান-আশরাফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

পাকিস্তান ও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ এক হয়ে কাজ করবে বলে একমত পোষণ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বোরবার টেলিফোনে কুশলবিনিময়কালে এ দুই নেতা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আশরাফ ঘানি বলেন, দুই দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, কৃষ্টি ও ঐতিহ্যগত ইতিহাস প্রায় একই রকম। আমরা একসঙ্গে কাজ করলে এ অঞ্চলের দারিদ্র্যতা বিমোচন সম্ভব। এ সময় ইমরান খান বলেন, দুই দেশে তথা এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় তাদের এক হয়ে কাজ করার বিকল্প নেই। দেশ দুটির মানুষের কল্যাণের জন্য হলেও একসঙ্গে কাজ করা উচিত। এ সময় আফগান প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান ইমরান খান। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ