Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননে বিদেশি গৃহকর্মীদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

‘স্পন্সরশিপ সিস্টেম’ বাতিলের দাবিতে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ করেছেন কয়েক শ› বিদেশী গৃহকর্মী। তাদের দাবি এই সিস্টেম বহাল থাকায় তারা নিয়োগকারীদের হাতে নির্যাতিত হচ্ছেন। দেশটিতে কমপক্ষে আড়াই লাখ বিদেশী গৃহকর্মী আছেন। এর বেশির ভাগই নারী। তার মধ্যে সবচেয়ে বেশি হলেন ইথিওপিয়ান, ফিলিপাইনের নাগরিক ও শ্রীলঙ্কান। তাদেরকে রাখা হয়েছে শ্রম আইনের বাইরে। বিদেশী এসব গৃহকর্মী রোববার প্রতিবাদ র‌্যালি করেন বৈরুতে। এ সময় তাদের হাতে ছিল ‘নো ¯েøভারি অ্যান্ড ইয়েস টু জাস্টিস’ এবং ‘স্টপ কাফালা’ লেখা প্লাকার্ড। ইথিওপিয়ান ২৯ বছর বয়সী গৃহকর্মী ডোজোসিসানে বলেছেন, আমরা এই সিস্টেম বাতিল চাই।
সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ