Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মমতাদি ফোন ধরেননি : মোদি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ৩:০৮ পিএম, ৭ মে, ২০১৯

‘দু-দু’বার ফোন করলেও মমতাদি ফোন ধরেননি’, তমলুকের সভা থেকে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফণির তান্ডবের পর রাজ্যের পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির খবর নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কিন্তু সেখানে ব্রাত্য থেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন না করে প্রধানমন্ত্রী যোগাযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে। এমন খবরই প্রকাশ পেয়েছিল সংবাদ মাধ্যমে। এই সংবাদের প্রেক্ষিতে রাজ্যপালের মাধ্যমে মোদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছেন বলে অভিযোগে মুখর হয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু ষষ্ঠ দফার নির্বাচনের আগে সোমবার রাজ্যে নির্বাচনী প্রচারে এসে ‘অন্য কথা’ শোনালেন নমো। মোদি এদিন বলেন, ফণির ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দু’বার ফোন করেও কথা বলতে পারেননি। এরপরই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কথা সারেন প্রধানমন্ত্রী। সোমবার তমলুকের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যের মানুষের জন্য কোনও মাথাব্যথা নেই দিদির। ফণি দুর্যোগ নিয়ে বাংলার জন্য চিন্তায় ছিলাম। কিন্তু দু-দু’বার ফোন করলেও মমতাদি ফোন ধরেননি’। প্রধানমন্ত্রীর অফিস থেকেও দাবি করা হয়, ফণি সংক্রান্ত সাম্প্রতিকতম পরিস্থিতির খবর নিতে মুখ্যমন্ত্রীকে বার দুয়েক ফোন করা হলেও কোনও উত্তর আসেনি। এমনকি ফণি দুর্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে যোগ দেয়নি রাজ্য। মোদির এমন অভিযোগের পরই এদিন গোপীবল্লভপুরের সভায় ফণি দুর্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভপ্রকাশ করে মমতা বলেন, ‘যা হয়েছে, তা সামাল দেয়ার ক্ষমতা আমার রয়েছে। আপনার কাছে ভিক্ষা চাওয়ার কোনও দরকার নেই। আপনি তো মেয়াদ উত্তীর্ণ প্রধানমন্ত্রী। আপনি দেবেন কোথা থেকে? আপনার সঙ্গে কেন আমি বৈঠক করব? আপনি কি মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মুখ্যসচিব ও সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করতে পারেন? সূত্র : এন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ