Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ চারের আশা শেষ আর্সেনালের

প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ২:৫৫ এএম | আপডেট : ২:৫৭ এএম, ৬ মে, ২০১৯

আর্সেনালের সব নজর এখন উয়েফা ইউরোপা লিগকে ঘিরে- প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ড্র করে তালিকায় শীর্ষ চারের স্বপ্ন শেষ হওয়ার পর এমন মন্তব্য করেছেন আর্সেনাল কোচ উনাই এমিরি।

রোববার রাতে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের সঙ্গে ১-১ ড্র করে গানাররা। লিগে টানা তিন ম্যাচ হারের পর এবার ড্র করল আর্সেনাল। শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হত তাদের। ৭০ পয়েন্ট নিয়ে তালিকার চারে টটেনহাম হটস্পার। তিন পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। লিগের বাকি ম্যাচে জিতলেও গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকবে আর্সেনাল। আট গোলের সেই ব্যবধান ঘোচাতে পারা তো কেবল খাতা-কলমেই সম্ভব।

তবে আসছে মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ হয়ে যায়নি গানারদের। এক্ষেত্রে তাদের জিততে হবে ইউরোপা লিগের শিরোপা। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে সেই পথেই আছে এমিরির দল। প্রিমিয়ার লিগের পথ ধরে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় পৌঁছানোর আশা শেষ হয়ে যাওয়ার পর তাই দলীয় কোচ এমিরি বলেন, ‘আমরা জানি এটা কঠিন হতে যাচ্ছে, তবে আমাদের প্রধাণ দৃষ্টি এখন ইউরোপা লিগে।’ সাবেক পিএসজি কোচ বলেন, ‘ইউরোপা লিগে আমাদের সুযোগ আছে গুরুত্বপূর্ণ কিছু করে দেখানোর এবং আমরা সেই চেষ্টা করব।’

ম্যাচের নবম মিনিটে পিয়েরে এমরিক আবেমেয়াংয়ের পেনাল্টি গোলে আর্সেনালের শুরুটা ছিল দারুণ। লিগে গ্যাবন স্ট্রাইকারের এটি ২০তম গোল। ডি বক্সে নাচো মনরিয়াল ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

৬১তম মিনিটে ব্রাইটনও সমতায় ফেরে পেনাল্টি গোলে। ডি বক্সে গ্লেন মারে গ্রানিথ জাকার ফাউলের হলে পেনাল্টিটি পায় সফরকারীরা। মানে নিজেই সফল স্পটকিক নেন। এরপর শতচেষ্টা করেও আর জালের দেখা পায়নি স্বাগতিকরা।

আর্সেনাল পয়েন্ট হারানোয় শীর্ষ চারে থেকে লিগ শেষ করা নিশ্চিত হয়েছে চেলসিরও। একই রাতে পয়েন্ট তালিকার অবনম অঞ্চলের দল হাডার্সফিল্ডের সঙ্গে ১-১ ড্র করে শেষ চারের আশা জলাঞ্জলি দেয় ম্যানচেস্টার সিটি।

৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ৭১ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ