মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলা শিখতে চাইছেন আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। দিন দু’য়েক আগে টুইটারে এক পোস্টে এ ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের এই সর্বকনিষ্ঠ সদস্য। বাংলা ভাষা যে তার কাছে একেবারে অপরিচিত তা-ও নয়। ভেঙে ভেঙে হলেও দু-এক লাইন বাংলা আগেও শোনা গিয়েছে তিরিশ বছর বয়সী কর্তেজের মুখে। যার প্রমাণ, গত বছর জুনের এক প্রচার ভিডিয়ো। ভিডিয়োর শুরুতেই বাংলায় পরিচয় দেন, ‘আমার নাম আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ।’ বাকিটা আগাগাড়ো ইংরেজিতে বললেও একেবারে শেষে ফের বাংলায় বলেছেন, ‘আপনার ভোটের জন্য ধন্যবাদ।’
সেই ভিডিয়োটির উল্লেখ করেই টুইটারে তিনি লিখেছেন, ‘আমি একবার বাংলায় একটা প্রচার ভিডিয়ো বানিয়েছিলাম। সত্যি বলছি, খুব মজা লেগেছিল।’ তার টুইট, ‘নিউ ইয়র্ক সিটিতে আমার অধীনে যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে দু’শোরও বেশি ভাষাভাষির মানুষ থাকেন। আমি নিজে চারটি ভাষা বলতে পারি। দু’টি যদিও খুব ভাল পারি না। আমার পরবর্তী লক্ষ্য হল, অল্পসল্প হলেও বাংলাটা শেখা।’
আলেজান্দ্রিয়ার সাফল্যের পিছনেও রয়েছেন এক বাঙালি যুবক। নাম সৈকত চক্রবর্তী। বছর বত্রিশের ভারতীয় বংশোদ্ভ‚ত ওই যুবক আলেজান্দ্রিয়ার চিফ অব স্টাফ। আলেজান্দ্রিয়ার টুইটের জবাবে জরা রহিম নামে এক জন লিখেছেন, ‘আমি সোফায় বসে খাবার খাচ্ছিলাম আর সিনেমা দেখছিলাম। আলেকজান্দ্রিয়ার বাংলা শুনে আবেগে কান্না পেয়ে যাচ্ছে।’ সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।