Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দশক পর মসজিদটি চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

প্রায় তিন দশক আগে বসনিয়া যুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল দেশটির ফোকা শহরের ঐতিহ্যবাহী আলাদজা মসজিদ। তবে পুনর্নির্মাণের পর আবার চালু করা হলো মসজিদটি। মসজিদটি উদ্বোধনের সময় অংশ নেয় হাজারো মুসলিম। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ১৫৫০ সালের দিকে তৈরি করা হয় আলাদজা মসজিদ। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে বোমা হামলায় বিধ্বস্ত হয়ে যায় মসজিদটি। জাতিগত বিদ্বেষের কারণে বসনিয়ার সার্ব সেনাদের পরিকল্পনা মাফিক যুদ্ধের শুরুতেই ধ্বংস করা হয় সেটি। এ যুদ্ধের সময় শুধু ফোকা শহরেই ধ্বংস করা হয়েছিল ১২টি মসজিদ। যুদ্ধের আগে ওই শহরে মুসলমানদের সংখ্যা ছিল ৪১ হাজার, যা ছিল শহরের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। তবে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বর্তমানে ওই শহরে মুসলমানদের সংখ্যা এক হাজারের কিছু বেশি। ষোড়শ শতাব্দীতে নির্মাণ করা ওই মসজিদটিকে অটোমান স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শনগুলোর একটি বলে মনে করা হতো। মসজিদটির আদি প্রস্তর শৈলীর অনেক অংশই বিস্ফোরণের পর মাটিচাপা দেওয়া হয়েছিল। তবে সেই অংশগুলো আবার মাটির নিচ থেকে বের করে আনা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ