Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি তান্ডবে গর্ভবতীসহ নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এফ ১৬ জঙ্গিবিমান থেকে আবাসিক ভবনগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় ১৪ মাসের এক শিশু এবং তার গর্ভবতী মা-সহ ছয় জনকে হত্যা করে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিশুটির নাম সাবা আরার। তাদের ভবনটি হানাদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হলে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে। তবে দখলদার বাহিনীর দাবি, তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-র সদর দফতর ভবনকেও বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরাইল। ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলো একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে গাজার কর্তৃপক্ষ। ইসরাইলের সেনাবাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে এ বিমান হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরাইল। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। অন্যদিকে পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করতে থাকে ইসরাইল। অবশ্য আন্তর্জাতিক স¤প্রদায় পূর্ব জেরুজালেমে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ছয় লাখ ইসরাইলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে ইসরাইল। হারেজৎ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ