মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাজায় ইসরাইলের হামলার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’ শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এ কথা জানিয়েছে। ইসরাইল শনিবার ফিলিস্তিনে বিমান হামলা চালালে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতরের নারী মুখপাত্র মর্গেন ওর্তাগাস এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপরাধ বেসামরিক লোক ও আবাসিক এলাকায় হামাসের চলমান রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সহিংসতাকারীদের প্রতি অবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি।’ মর্গেন বলেন, ‘আমরা ইসরাইলের পাশে আছি এবং তাদের উপর এই হামলার জবাবে তাদের আত্মরক্ষার যে অধিকার রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।