Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর প্রতি মাদুরোর নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি স্থানীয় সময় গতকাল (শনিবার) এক সেনা সমাবেশে বলেন, “যদি কোনোদিন সাম্রাজ্যবাদী আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালানোর সাহস দেখায় সেদিন তার মোকাবিলা করার জন্য আপনারা সমরাস্ত্র প্রস্তুত রাখুন।” এর আগে শনিবারই মার্কিন গণমাধ্যমগুলো খবর দেয়, ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমের সদস্যরা বৈঠক করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহানান এ বৈঠকে উপস্থিত ছিলেন। জন বোল্টন ও মাইক পম্পেও গত কয়েকদিনে একাধিকবার ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা যেকোনো উপায়ে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে ভেনিজুয়েলার ক্ষমতায় বসাতে চায়। গত সপ্তাহে গুয়াইদোকে দিয়ে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয় আমেরিকা। ভেনিজুয়েলার সেনাবাহিনীর শীর্ষ কমান্ড প্রেসিডেন্ট মাদুরোর প্রতি আনুগত্য প্রকাশ করায় ওই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ