মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একটানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লংগেস্ট ড্যান্সিং ম্যারাথন বাই অ্যান ইনডিভিজুয়াল’ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডের কৃতিত্ব গড়েছেন নেপালি এক কিশোরী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দনা নেপাল ২০১৮ সালের ২৩ থেকে ২৮ নভেম্বর রাজধানী কাঠমান্ডুতে ১২৬ ঘণ্টা নেচে ব্যক্তিগত ম্যারাথন নাচের নতুন রেকর্ডটি গড়েন। মূলত নেপালি সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরতে এই চ্যালেঞ্জ নিলেও শৈশব থেকে নাচের সঙ্গে জড়িত বন্দনার ব্যক্তিগত চ্যালেঞ্জও ছিল এটি, বলেছে গিনেস রেকর্ডস। শনিবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, এ কৃতিত্বের জন্য ১৮ বছর বয়সী বন্দনাকে সম্মাননা জানান বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গিনেস রেকর্ডস শুক্রবার দাপ্তরিকভাবে তার এ কৃতিত্বের কথা তাকে জানিয়েছে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বন্দনা। তিনি নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ধানকুটার বাসিন্দা। বন্দনার আগে এ রেকর্ডটি একজন ভারতীয়র দখলে ছিল। ২০১১ সালে ভারতের কালামানদালাম হেমলথা টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে আগের রেকর্ডটি করেছিলেন, যা ছাড়িয়ে গেছেন নেপালের বন্দনা। এনডিটিভি, পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।