Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

আইএসের হামলায় দশ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অন্তত ১০ সরকারি সেনা নিহত হয়েছে। শনিবার নিজস্ব বার্তা সংস্থা আমাক এমনটাই দাবি করেছে গোষ্ঠীটি। গত শুক্রবার নাইজেরিয়ার বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সন্দ্রাসীরা। হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়। একদিন পরে শনিবার হামলার দায় স্বীকার করেছে আইএস। রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে নাইজেরিয়া তিনটি সূত্র এই দাবির সত্যতা নিশ্চিত করেছে। নাইজেরিয়ায় সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৬ সালের আগ পর্যন্ত আইএসও তাদের সঙ্গে একত্রিত ছিলো। এরপর তারা আলাদা হয়ে পড়ে। বিগত কয়েকমাসে দুই গোষ্ঠীই দেশটিতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ