Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুধ ছাড়াই চট্টগ্রামে তৈরি ‘বাঘা বাড়ি ঘি’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ৮:০০ পিএম

নগরীর বহুতল আবাসিক ভবনে তৈরি হচ্ছে পাবনার ‘বাঘা বাড়ি ঘি।’ ডালডার সাথে সুগন্ধি ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল এ ঘি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর এনায়েত বাজারের একটি ভবনে ওই অভিযান চালানো হয়। অভিযানে কারখানা মালিক দুই ভাই উত্তম কুমার ঘোষ (৫৩) ও কার্ত্তিক ঘোষকে (৫০) গ্রেফতার করা হয়।
ঘি তৈরিতে দুধ অন্যতম উপাদান হলেও সেখানে ডালডা, সুগন্ধি, পামওয়েল ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে ঘি তৈরি করা হচ্ছিল। দুধের কোনো উপাদানই ছিল না। তারা ভেজাল ঘি তৈরি করে ‘কে এল ঘোষের বাঘাবাড়ি স্ট্যান্ডার্ড ঘি’ মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল তারা। ঘিয়ের কৌটার মোড়কে প্রস্তুতকারক হিসেবে ‘শিখা ট্রেডার্স, বাঘাবাড়ি, পাবনা’র পাশাপাশি ‘ভেড়ামারা, কুষ্টিয়া’ লেখা স্টিকার ব্যবহার করা হচ্ছিল।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহাসিন বলেন, পাবনার বাঘাবাড়ির ঘি’র একটি সুনাম আছে। তাই রোজাকে কেন্দ্র করে অসাধু চক্রটি ‘বাঘাবাড়ির ঘি’ বলে নগরীর নিজ বাসায় বসে ক্ষতিকর উপাদান দিয়ে ঘি তৈরি করছিল। এই ঘি নগরীর রেয়াজুদ্দিন বাজার, চাক্তাই, খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছিল বলে জানান তিনি। পুলিশ ওই ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার ভেজাল ঘি, রাসায়নিক উপাদান ও প্যাকেজিং সামগ্রী জব্দ করে।



 

Show all comments
  • ash ৫ মে, ২০১৯, ১০:৪৩ পিএম says : 0
    OI.....TANGGANO WICHITH, TATE KONO SHONDEHO NAI !! ASHOLE BANGLADESHER SHORKAR TO ESHOB NIE KONO MATHA GHAMAY NA, KARON ORA TO DESHI KISU KHAY BOLE MONE HOY NA, (KHAY TO SHADHARON MANUSH) ONADER TO AKTU AMASHA HOLE FLY KORE SINGAPURE JAY, ( TAO TO AIR AMULENCE E KORE )SHADHARON MANUSH TO DESHI HOSPITALE JAY, TAO ABAR VEJAL OSHUDH. AMADER PM ONAR CHOKHE JENO KI HOESE OHHHHH FLY KORE INGLAND CHOLE GASE OPARETION ER JONNY, KEN?? DESH E HOSPITAL NAI ??
    Total Reply(0) Reply
  • সাইফ ৬ মে, ২০১৯, ৪:৩০ এএম says : 0
    ভেজাল খাদ্যের জন্য মিনিমাম সাজা 5 বছর করা উচিৎ। সর্বোচ্চ 10 বছর।কঠোর শাস্তির বিধান করলে অপরাধ কমবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেজাল

৩ নভেম্বর, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২২
১১ জানুয়ারি, ২০২২
১১ জানুয়ারি, ২০২২
২৩ অক্টোবর, ২০২১
২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ