বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রায়পুর এক তরুনীকে বাসায় আটকিয়ে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ হোসেনকে সকালে উপজেলার নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করছে পুলিশ। এর আগে রাতে ওই তরুনীর মা বাদী হয়ে রায়পুর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামী সোহাগ চরআবাবিল এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নির্যাতিত তরুনীর স্বজনরা জানায়, ২৯ এপ্রিল সকালে মোবাইল ফোনে কৌশলে ওই তরুনীকে ডেকে নিয়ে যায় সোহাগ। পরে উপজেলার একটি বাসায় আটকিয়ে তাকে ধর্ষন করে পালিয়ে যায় সে। ওই তরুনী বিষয়টি তার পরিবারকে জানানোর পর শনিবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়। মামলায় উপজেলার চরআবাবিল এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগকে আসামী করা হয়। রোববার সকালে ওই তরুনীকে উদ্ধার করে শারিরীক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।