Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁও সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ৪:৪৮ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশী’কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ )।

বিএসএফ’র হাতে ধরা পড়া ব্যক্তিটি হচ্ছেন, উপজেলার চড়ই গেদী গ্রামের আইনউদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল(৪৫)।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে হাবিল ভারতের -১৭১ বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের জওয়ানদের হাতে ধরে পড়ে। এ সময় তিনি ওপার থেকে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন । তার অবৈধভাবে সীমান্তরেখা পাড়ি দেয়ার কি কারণ সে ব্যাপারে বিজিবি নিশ্চিত হতে পারেনি। তবে গরু আনতে যাওয়া বা কাজের খোঁজে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এন এম সামিউন্নবী চৌধুরী বলেন , বিএসএফ ঘটনাটি রোববার দুপুরে স্বীকার করেছে এবং জানিয়েছে যে ধৃত হাবিলকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ