বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাসপাতালের চিরচেনা স্যাভলন, ডেটলের গন্ধের পরিবর্তে গত ২মে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল জুড়ে ছিল ফুলের সুবাস। কারণ দিনটি ছিলো হাসপাতালের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন। ১৯৯৯ সালের একই দিনে হাসপাতালটি যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকালে হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীকে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ১০ তলাবিশিষ্ট হাসপাতালের প্রতিটি ফ্লোর ভরে যায় ফুল ও বেলুনের সমারোহে। এছাড়াও এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রায় দেড় শতাধিক রোগী সেবা গ্রহন করেন। দিনটি উপলক্ষে বাদ আসর হাসপাতালের নিজস্ব মসজিদে আয়োজন করা মিলাদ মাহফিলের। রাতে নৈশ ভোজে অংশ নেন হাসপাতালের সকল স্তরের চিকিৎসকবৃন্দ। এতে অন্যান্যের মধ্যে যোগ দেন, হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মতিওর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ কনক কান্তি বড়–য়া, বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সদ্য সাবেক ডীন ডাঃ এ বি এম আবদুল্লাহ, স্ত্রীরোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মালিহা রশীদ, বিএসএমএমইউ এর শিশু স্নায়ুরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ মিজানুর রহমান, বি এম এ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমূখ।
আগত অতিথীদের স্বাগত জানিয়ে ডাঃ মতিউর রহমান বলেন, উদ্বোধনের পর থেকে হাসপাতালটিতে রোগীদের জন্য যুগোপযোগী সকল ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।