Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জমিয়ত সহ-সভাপতির সাথে ফান্দাউকের পীরজাদার সৌজন্য সাক্ষাৎ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৯:৩৭ পিএম | আপডেট : ১২:৩৫ এএম, ৫ মে, ২০১৯

ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ আহসানুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী। ভিসির সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে হোটেল আল-আমিনে যাত্রা বিরতির সময় সৌজন্য সাক্ষাৎ ফান্দাউকের পীরজাদা। এসময় মাদরাসা শিক্ষার অগ্রগতি ও উন্নতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় ভিসি মহোদয় বলেন মাদরাসা শিক্ষার প্রতি সরকারের আন্তরিকতা আছ বলেই এদেশের পীর মশায়েখ ও আলেম ওলামাদের প্রাণের দাবী ইসলামি আরবী বিশ্ববিদ্যাল প্রতিষ্ঠিত হয়েছে। আর এর জন্য বেসরকারি মাদরাসা শিক্ষকদের একমাত্র সংগঠন জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের অবদান অনস্বীকার্য। ভিসি মহোদয় ফান্দাউক দরবার শরীফের মাদরাসার খবরাখবর নেন এবং মাদরাসা শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ জাতীর কল্যানে আরও ভূমিকা রাখতে পারে এ জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন আরবী বিশ্ববিদ্যালয়ের ডীন, মৌকরা দরবার শরীফের পীর ও জামিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা নেছারুদ্দীন ওয়ালীউল্লাহী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ