Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বগুড়ার নবাববাড়ির ফটকে লেগেছে সংরক্ষণ নোটিশ

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার ঐতিহাসিক নবাববাড়ি সরকারিভাবে সংরক্ষণের জন্য গেজেট নোটিফিকেশনের ২ সপ্তাহ পর বাড়িটির প্রবেশপথের প্রধান ফটকে সংরক্ষণ সংক্রান্ত নির্দেশিকা ফলক টাঙানো হয়েছে। গতকাল সকাল ১০টায় প্রতœতত্ত্ব বিভাগের বগুড়া আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ফলক টাঙানোর কাজটি সম্পন্ন করেন। এর ফলে সম্প্রতি বগুড়ার প্রভাবশালী ক্রেতাদের দ্বারা ঐতিহ্যময় এই বাড়িটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ায় সর্বস্তরের জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে।
গত জানুয়ারি মাস থেকে ওয়াকফভুক্ত এই বাড়িটিকে সরকারিভাবে সংরক্ষণের প্রক্রিয়া দৃশ্যমান হলেও মালিক দাবিদার সৈয়দ হামদে আলী ও হাম্মাদ আলী  ভ্রাতৃদ্বয় (সাবেক পাকিস্তানের মন্ত্রী) সম্প্রতি বগুড়ার তিন প্রভাবশালী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
২ সপ্তাহ আগেই এ ব্যাপারে সরকারি গেজেট নোটিফিকেশন করার পরও ক্রেতারা নবাববাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিশালাকারে বাণিজ্যিক ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করে। ক্রেতারা রাজনৈতিকভাবে শক্তিশালী হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের দৃঢ় সদিচ্ছার কাছে তাদের লম্বা হাতের কোনো কারসাজিই শেষ পর্যন্ত কাজে আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে বগুড়ার নবাববাড়ির ফটকে লেগেছে সংরক্ষণ নোটিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ