মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গোলযোগপূর্ণ রাখাইন রাজ্যে বৃহস্পতিবার গুলি করে অন্তত ছয় জনকে হত্যা করেছে। এর আগে সৈন্য ও পুলিশ শত শত লোককে আটক করে একটি স্কুলে আটকে রাখে। সামরিক বাহিনীর এক মুখপাত্র এ কথা বলেন। সামরিক বাহিনীর ট্রু নিউজ ইনফরমেশন টিমের ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, সৈন্যরা বিদ্রোহী আরাকান আর্মির সদস্যদের অনুসন্ধানের সময় প্রায় ২৭৫ জনকে আটক করে। গোলাগুলি সম্পর্কে পরস্পরবিরোধী ভাষ্য পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় সাংবাদিক ও সাহায্য সংস্থাগুলোর প্রবেশাধিকার খুবই সীমিত। জাও মিন তুন বলেন, গভীর রাতে আটক কয়েক ব্যক্তি অস্ত্র দখলের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের দিকে গুলি ছুঁড়তে বাধ্য হয়। তিনি বলেন, আমরা তাদেরকে মৌখিকভাবে সতর্ক করেছিলাম। তারপর তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি করা হয়েছিল। কিন্তু লোকজন তবুও সরে না যাওয়ায় তাদের ওপর গুলি করা হয়। আন্তর্জাতিক রেডক্রস ও মিয়ানমার রেডক্রস এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাজ্যের রাজধানী সিত্তুইয়ে মারাত্মক আহত বেশ কয়েকজনকে দেখতে পেয়েছে। এছাড়া একটি স্থানীয় হাসপাতালে দুজন ‘বেসামরিক’ লোককেও তারা দেখেছে। আন্তর্জাতিক রেডক্রসের মিয়ানমার যাওয়া এক প্রতিনিধিদলের প্রধান স্টিফেন স্যাকালিয়ান বলেন, সা¤প্রতিক সপ্তাহগুলোতে বেসামরিক হতাহত বাড়তে থাকায় আন্তর্জাতিক রেডক্রস উদ্বিগ্ন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক লোকজনকে রক্ষা করার জন্য সব পক্ষের প্রতি আহŸান জানান। ২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের জের ধরে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে এলে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু হয় রাখাইন। জাতিসঙ্ঘ তদন্তকারীরা গণহত্যা, গণধর্ষণ ও অগ্নিসংযোগের মতো অপরাধে মিয়ানমার সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের জড়িত থাকার বিষয়টি তদন্ত করার আহবান জানিয়েছেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।