Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

অ্যাপ দিয়ে মুসলমানদের নজরদারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

সিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর নজরদারি চালাতে মোবাইল অ্যাপ ব্যবহার করছে চীনা পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, অ্যাপটি গণনজরদারিতে কিভাবে কাজ করে তা জানতে তারা পরীক্ষা চালিয়েছে। দেখা গেছে, অ্যাপটির মাধ্যম ব্যবহারকারীর আচরণের ওপর ঘনিষ্ঠভাবে নজরদারি চালানো যায়। এর নজরদারির আওতায় ব্যবহারকারীর সামাজিক যোগাযোগ কম রাখা, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার এবং স্বজন বিদেশে আছে কিনা তাও জানা যায়। অধিকার সংগঠনগুলোর দাবি, চীনে উইঘুর মুসলমানরা প্রচÐ নিপীড়নের শিকার। জাতিসংঘ এর আগে জানিয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে, লাখ লাখ উইঘুর মুসলমানকে সিনজিয়াংয়ের বন্দিশিবিরে রাখা হয়েছে। চীন এসব বন্দিশিবিরের নাম দিয়েছে ‘কারিগরি শিক্ষা কেন্দ্র’। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর মুসলমানদের ব্যাপারে কর্মকর্তারা যাতে তথ্য রেকর্ড ও ফাইলবদ্ধ করতে পারেন সেজন্য তারা অ্যাপটি ব্যবহার করেন। এতে ‘৩৬ ধরনের লোকের’ ওপর বিশেষ করে নজরদারি করা উচিত বলে বিবরণের ঘরে উল্লেখ করা হয়েছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ