Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পম্পেও নির্বোধ বিপজ্জনক : চোয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তারই জের ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে ‘নির্বোধ ও বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার উপ পরাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। গত সপ্তাহে সিবিএস নিউজ নেটওয়ার্ককে এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, কিম জং-উন তার দেশের পরমাণু অস্ত্র ধ্বংস করার ব্যাপারে আলোচনা করতে না চাইলে মার্কিন সরকার তার নীতি পরিবর্তন করবে। এর জবাবে হুই বলেন, সামরিক উপায়ে উত্তর কোরিয়ার শাসনব্যবস্থা পরিবর্তনের যে হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন তা ‘নির্বুদ্ধিতা ও বিপজ্জনক’ চিন্তাধারার পরিচায়ক। এ সময় উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা যখন তার বর্তমান নীতিতে পরিবর্তন আনবে তখনই কেবল তা সম্ভব হবে। এছাড়া হুই বলেন, আমেরিকা যদি চলতি বছরের শেষ নাগাদ তার নীতিতে পরিবর্তন না আনে তাহলে তাকে ‘অপ্রত্যাশিত পরিণতি’র মুখোমুখি হতে হবে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ