Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরখা নিষিদ্ধের দাবি শিবসেনার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৭ এএম

শ্রীলঙ্কার মতো ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দেশটির হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন শিবসেনা। এক প্রতিবেদনে সংগঠনটির মুখপত্র সামনা’র বরাত দিয়ে একথা জানায় ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। স¤প্রতি শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পর দেশটির সরকার আইন করে মুখ ঢেকে পোশাক পরা নিষিদ্ধ করেছে। শিবসেনার প্রশ্ন, শ্রীলঙ্কা যদি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে, তবে ভারত কেন পারবে না? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফরের প্রাক্কালে ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় কলামে বলা হয়, রাবণের শ্রীলঙ্কায় বোরখা নিষিদ্ধ হয়েছে। রামের অযোধ্যায় কবে হবে? এই কলামে আরও বলা হয়, অযোধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর কর্মসূচি আছে। তার আগে আমরা এই প্রশ্ন তুলে ধরতে চাই। শিবসেনার দাবি, বিভিন্ন রকমের চাপ উপেক্ষা করে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা বোরখা নিষিদ্ধ করতে পেরেছেন। শিবসেনার আহŸান, সার্জিক্যাল স্ট্রাইকের মতো সমান তৎপরতায় বোরখা নিষিদ্ধ করা হোক। এটিও একই ধরনের সাহসিকতার কাজ। দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ