মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকায় একটি প্লাটিনাম খনিতে আটকে পড়া এক হাজার ৮০০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিভাগ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর বøুমবার্গের। দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গে অঞ্চলে ওই প্লাটিনাম খনিতে আটকা পড়া ব্যক্তিরা সিবানি গোল্ড লিমিটেড কোম্পানির শ্রমিক ছিলেন। এর আগে সিবানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানিয়েছিলেন, খনি শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত একটি শেফটের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। খনির ভেতর শ্রমিকরা আটকে যাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছিল সিবানি। ওই ঘটনায় কেউই গুরুতর আহত হননি বলেও জানান ওয়েলস্টেড। তিনি জানান, মাটি থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতর তাদের বহনকারী পরিবহনের জন্য অপেক্ষমাণ থাকাবস্থায় ওই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদিত হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানকার খনিগুলো বিশ্বের সবচেয়ে গভীরতম। বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।