Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোন রিল হান্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৭ এএম

গ্রামীণফোনের আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানে বিজয়ী নির্মাতাদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে নোয়া: দ্য স্কাই অব হোপ-এর প্রতিশোধ চলচ্চিত্রটি প্রথম পুরস্কার জিতে নেয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে থ্রি ফিল্মসের, আগন্তুক এবং অঙ্কুর ক্রিয়েশনের সাহেব বিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোহাম্মদ হাসান মাহমুদ এমপি। অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ইরেশ যাকের এবং আশফাক নিপুণ। সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ করে দিতে এবং দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়ার লক্ষেই রীল হান্ট শিরোনামে এই উদ্যোগ গ্রহণ করে গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম হোয়াইটবোর্ড। উচ্চাকাক্সক্ষী চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণ, মেন্টরিং, গ্রæমিং ও তাদের নির্মিত কাজ উপযুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের কাছে ছড়িয়ে দেয়ার সমন্বিত সুযোগ করে দিয়েছে আয়োজনটি। প্রতিযোগিতার শুরুতে দল নিবন্ধনের জন্যে বরাদ্দ ১০ দিন সময়সীমার মাধ্যে ৬৭৪টি দল তাদের এসাইনমেন্ট জমা দেয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে বেছে নেয়া হয় বায়োস্কোপ প্ল্যাটফর্মের উপযোগী ৩৫টি কন্টেন্ট। নির্বাচিত দলগুলোকে গত ২০ এপ্রিল সারাদিনব্যাপী আয়োজিত চলচ্চিত্র নির্মাণবিষয়ক বুটক্যা¤েপ যোগদানের জন্যে আহবান জানানো হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা গাউসুল আলম শাওন, আশফাক নিপুণ ও রাহাত রহমান। নির্বাচিত ৩৫ জন অংশগ্রহণকারী ছাড়াও তাদের পুরো দলকেই বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় এই বুটক্যা¤েপ। প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্বের অংশ হিসেবে গত ২৯ ও ৩০ এপ্রিল সবগুলো দল তাদের নির্মিত চলচ্চিত্র বিচারকদের সামনে উপস্থাপন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ