বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘুর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন সিলেট। উপজেলাগুলোতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রতিটি উপজেলায় হাওরাঞ্চল সংলগ্ন মানুষকে নিরাপদ থাকতে উপজেলা প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ সিংহ। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্বাবধানে প্রতিটি উপজেলায়ও মনিটরিং সেল করা হয়েছে। প্রয়োজনবোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও আশ্রয় কেন্দ্র হিসেবে কাজে লাগাতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক সন্দ্বিপ সিংহ জানান, দুযোর্গ মোকাবেলায় সিলেটের জেলা ও সব উপজেলায় ত্রাণ ও দুর্যোগ পূণর্বাসন কমিটি কাজ করবে। তিনি বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব দুর্যোগ মোকাবেলায় সরকার ঘোষিত সকল নির্দেশনা কার্যকর করতে ভিডিও করফারেন্সে নির্দেশনা দিয়েছেন। ঘুর্ণিঝড় ফনী’র দুযোর্গ মোকাবেলায় সরকারের সব ক’টি সেক্টর হাতে হাত ধরে কাজ করবে। এ জন্য সারা দেশের ন্যায় সিলেটের মাঠ পর্যায়ের সরকারি সকল কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি দমকল বাহিনীর সব কটি ইউনিটকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় জানান, দুযোর্গ মোকাবেলায় প্রতিটি উপজেলার মেডিকেল অফিসারদের তত্বাবধানে মেডিকেল টিম প্রস্তুত আছে । তবে কত টিম কাজ করবে সে বিষয়ে তথ্য দেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দিনভর সিলেটের বিভিন্ন উপজেলায় ঘুর্ণিঝড় ফণী মোকাবেলায় সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই সঙ্গে নদী ও হাওর পাড়ের মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।