Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজা বিক্রির টাকা না পেয়ে যুবক খুন : আটক ২

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৫৩ এএম

গাজাঁ বিক্রয়ের ১শ’ টাকা না দেয়ায় মাসুদ রানা (৩৩) নামে এক যুবককে ছুরির আঘাতে খুন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ ভাদার্ত্তি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ ভাদার্ত্তি গ্রামের মতিউর রহমানের ছেলে ইজিবাইক চালক মাসুদ রানা বাড়ির পাশে ব্রীজের উপর বসে ছিল। কিছুক্ষণ পর দড়িসোম গ্রামের আউয়ালেন ছেলে ইউনুছ আলী(১৫) ব্রীজের পাশে এসে কোমর থেকে ছুরি বের করে কিছু বোঝার আগেই প্রকাশ্যে ছুরি দিয়ে মাসুদ রানার বুকের উপর আঘাত করে। মাসুদ রানার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে ইউনুছ রক্তাক্ত ছোরা নিয়ে পালিয়ে যায়। বাজার বাসস্ট্যান্ডের পাশ থেকে স্থানীয়রা হত্যাকারী ইউনুছকে রক্তাক্ত অবস্থায় আটক করে। পরে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নাজমূল হক ইউনুছকে থানায় নিয়ে যায়।
পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত আএম ও ডা. সঞ্জয় দত্ত তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে ৫টি ক্ষত দিয়ে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
সূত্রে জানা যায়, ইউনুছ একজন মাদকাশক্ত ও গাজাঁ বিক্রেতা। সে মৃত মাসুদ রানার কাছে বাকিতে গাজাঁ বিক্রয় করে ছিল। পাওনা ১শ টাকা পরিশোধ না করায় তাদের দুজনের মাঝে কথা কাটা-কাটি হয়। তারই জের হিসাবে গতকালের এই হত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন, ইতোমধ্যে মূল ঘাতকসহ ২জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে নিহতের বড় ভাই সাইফুর রহমান মাসুম বাদী হয়ে ৫ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ