রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ির পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাস (৪০)-কে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
গত বুধবার দিনগত রাত ১২ টার দিকে সরিষাবাজারের পাশে এ ঘটনা ঘটে। পিকুল সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই এবং খামারডাঙ্গা গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।
স্বজনরা জানান, পিকুল গতরাত ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এসময় সরিষা বাজার থেকে একটু দূরে রাস্তায় একদল দুবৃর্ত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।