Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ৫ শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৪:৩০ পিএম

যশোর শহরের খড়কী এলাকার আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর এই অভিযোগের পর অভিযুক্তকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকটিম শিশুদের পরিবার-সদস্যসহ এলাকার লোকজন বুধবার সকালে বিক্ষোভ করেছেন। স্কুলের প্রধান শিক্ষিকা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা জানান, খড়কী দক্ষিণপাড়ার আব্দুল হালিমের ছেলে আমিনুর। তিনি লম্পট প্রকৃতির। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। গত ২৮এপ্রিল ৫শিশুর অনুপস্থিতির খোঁজ করতে গিয়ে বিষয়টি জানাজানি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আরা বলেন, ঘটনার তদন্ত করতে স্কুল কমিটির সভাপতি শাহ মোহাম্মদ কামরুল হাসানসহ চারজনের একটি কমিটি গঠন করা হয়। বুধবার সকালে ওই কমিটির মিটিং চলছিল। ঠিক ওইসময় অভিভাবক, স্থানীয় লোকজন ধর্ষকের আটবের দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষণ

২৫ নভেম্বর, ২০২১
১৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ