Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিকদের সমস্যা থাকলে অভিযোগ জানাতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৪ এএম

শ্রমিকদের সমস্যা থাকলে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মে দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মোট শ্রমিকের ১৫ শতাংশ কাজ করে গার্মেন্টসে, বাকি ৮৫ শতাংশ শ্রমিক কাজ করে অন্যান্য সেক্টরে। সেক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের মতো সুরক্ষার ব্যবস্থা অন্যান্য খাতেও নেওয়া হচ্ছে কিনা।' মে দিবস বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বুধবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংঘবদ্ধ সংগ্রামের অনন্য ইতিহাস গড়ার একদিন। ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার শিকাগোতে শহরের হে মার্কেটে শ্র্রম অধিকার প্রতিষ্ঠায় যে সকল শ্রমিক দৃঢ প্রত্যয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং বিশ্বের সকল মেহনতি মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে আমরা এ দিবস পালন করব।
প্রতিবছরের ন্যায় এবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হতে যাচ্ছে। এ দিবসটি উপলক্ষে পহেলা মে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ