বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি- সম্পাদকসহ ৫টি পদে বিজয় লাভ করেছে।
বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট নির্বাচনের রির্টানিং অফিসার অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭৪৮জন আইনজীবী গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করে। বিএনপিপন্থি প্যানেলে নির্বাচিতরা হলেন- সভাপতি শ্রী বাঁধন কুমার গোস্বামী, সহ-সভাপতি মমরুজুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নূরুল হক, সহকারী সম্পাদক শামীম আল মামুন ও সদস্য মুক্তাদেরা আউয়াল তানভীর।
এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি রাখাল চন্দ্র সরকার, সহকারী সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, অডিটর আনোয়ারুল ইসলাম ফকির, সদস্য আব্দুল্লাহ আমির খসরু, ইকবাল হোসেন খান, হাবিবুল ইসলাম রানা, আব্দুলাহ, মোহাম্মদ শহীদুল্লাহ সিরাজ, মতিউর রহমান ফয়সাল।
সূত্রে জানা যায়, জেলা আইনজীবী সমিতি র্দীঘকাল ধরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দখলে ছিল। সর্বশেষ ১৯৮১ সালে সভাপদি পদে মরহুম এডভোকেট এএফএম নজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহাম্মেদ বিজয়ী হয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে বিএনপিপন্থী প্যানেলে সাধারণ সম্পাদক পদে শ্রী বাঁধন কুমার গোস্বামী, ২০১২ সালে মরহুম নাজিম উদ্দিন ও ২০১৫ সালে নূরুল হক প্রথমবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।