Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকার্তা থেকে সরানো হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৫ এএম

ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সে দেশের পরিকল্পনামন্ত্রী। বিবিসি জানিয়েছে, পরিকল্পনামন্ত্রী বামবাং ব্রজোনেগোরো বলেছেন, প্রেসিডেন্ট জোকো উইদোদোর রাজধানী অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ। রাজধানীর জন্য নতুন স্থানের নাম এখন জানা যায়নি। তবে সরকারি গণমাধ্যমসমূহ বলছে, এক্ষেত্রে এগিয়ে আছে বর্নিও দ্বীপের পালাংকারায়া শহর। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বামবাং বলেন, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে প্রেসিডেন্ট রাজধানী শহর জাভার বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোথায় নতুন রাজধানী বানানো হবে তা প্রশাসন খুঁজে বের করবে বলে জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিতে সময় লাগতে পারে দশ বছর । আর স্থানান্তরে ব্যয় হবে প্রায় ৫৪০ কোটি ডলার। এপ্রিল মাসের শুরুর দিকে দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে উইদোদোর জয়লাভের ঘোষণার পর এ সিদ্ধান্তের কথা জানানো হলো। যদিও ওই নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি এখনো। আগামী ২২ মে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। এবারের নির্বাচনি প্রচারকালে জাভার বাইরে অর্থনৈতিক কর্মকান্ড ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উইদোদো। পরিকল্পনামন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার ২৬ কোটি মানুষের প্রায় ৬০ শতাংশ জাভা দ্বীপে বাস করে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ