Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পিয়াজের বস্তায় ১২শ’ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৪:২৩ পিএম

ঢাকার সাভারে ট্রাক ভর্তি পিয়াজের বস্তা থেকে ১২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকার অভি ফিলিং ষ্টেশনের সামনে একটি ট্রাক তল্লাশী করে ফেন্সিডিল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদ্বয় হচ্ছে- ইব্রাহিম হোসেন ওরফে সায়মন (৩৭) ও তুহিন আহমেদ ওরফে আমজাদ (১৯)। এদের মধ্যে আমজাদ ট্রাকটির চালক।
মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক রাজধানীর গাবতলীতে যাচ্ছিলো এসময় গোপন সংবাদের ভিতিত্বে পুলিশ ওই ট্রাকটি আটক করে পিয়াজের ৬টি বস্তা তল্লাশী করে ১২শ’ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ মাদক ব্যবসার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ আটক

৭ এপ্রিল, ২০২২
১০ আগস্ট, ২০২১
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ