Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদারতা দেখিয়ে নায়ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

জার্মানিতে ব্যবসায়িক সফরে যাওয়ার জন্য ঘরে থেকে বের হয়েছিলেন সুইডিশ ব্যবসায়ী ক্রিস্টার ওসটলুন্ড। কিন্তু ট্যাক্সিতে চড়ে বিমানবন্দরে গিয়ে দেখেন বাড়িতে মানিব্যাগ ভুলে রেখে এসেছেন। হাতে নেই ফেরার সময়। এ সময় বিমর্ষ ওসটলুন্ডের দিকে অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাকে পৌঁছে দেয়া ট্যাক্সি চালক ওমর টেমাল। টেমাল নিজের ক্রেডিট কার্ডটি তিন দিনের জন্য ধার দিলেন তাকে। আশ্বাস দিলেন, এতে প্রয়োজনীয় অর্থ আছে, যা তিনি নিজের ইচ্ছামতো খরচ করতে পারবেন। পরবর্তীতে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুইডেনজুড়ে নায়ক বনে যান তুরস্কে জন্ম নেয়া টেমাল। খবর বিবিসি।
ব্যবসায়ী ক্রিস্টার ওসটলুন্ড বলেন, ‘বাসায় ফিরতে পারব না ভেবে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। তখন ট্যাক্সিচালক ওমর টেমাল নিজের ক্রেডিট কার্ডটি আমাকে দিয়ে বললেন, এটায় যথেষ্ট টাকা আছে।’
ওসটলুন্ড সুইডেনের একটি ফোন অ্যাপ থেকে তার কাছে টাকা স্থানান্তর করতে চাইলে টেমাল সে প্রস্তাব ফিরিয়ে দেন। ক্রেডিট কার্ড, পিন নম্বর ও যোগাযোগের পুরো ঠিকানা ওসটলুন্ডকে দিয়ে দেন টেমাল। একজন ট্যাক্সিচালকের এমন উদারতায় অবাক হয়ে যান ওসটলুন্ড। তিনি বলেন, ‘এমন লোকের সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। আমি কে, কোথায় আমি যাচ্ছি, কিছুই জানতেন না তিনি। অথচ নিজের ক্রেডিট কার্ডটি আমাকে দিয়ে দিলেন।’
পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় এ খবর ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে তাকে নায়ক হিসেবে সম্বোধন করা হয়। টেমাল বলেন, মানুষের ওপর আস্থা রাখতে হবে। এভাবে যদি আপনিও বাঁচতে পারেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে।
এমন এক সময় সুইডেনে টেমালের এই ঘটনা প্রকাশ্যে আসল, যখন সেখানে অভিবাসনবিরোধী মনোভাব দিন দিন বাড়ছে। ২০১৮ সালের নির্বাচনেও দেশটিতে অভিবাসন বিরোধী রাজনৈতিক দল ভাল ফল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ